রুপকথার রাজকুমারকেও হার মানিয়ে দিলেন নিউজিল্যান্ডের ছেলে উইলিয়াম ট্রুবিজ। এক রকম হাতের মুঠোয় প্রাণ পুরে সমুদ্রের অতল তলে নেমে গেলেন তিনি। না, অমন জলতলে গিয়ে রুপকথার প্রাণভ্রমরার সাক্ষাত পাননি তিনি। বরং পেয়েছেন বাস্তব বীরত্বের এক বিশ্ব রেকর্ড। এক নিমিষেই নেমে গেলেন পানির ১২১
মিটার গভীরে। ফ্রি ডাইভিংয়ের এক নয়া রেকর্ড। এর আগে অক্সিজেন সাপোর্ট ছাড়া এত গভীরে কোন ডুবুরীও নামতে পারেনি। অন্যদিকে এক নি:শ্বাসেই পানির অনেক গভীরে নেমে বিশ্ব রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের আ্যাশলে চ্যাপম্যান। তিনি একদমেই পানির ভিতরে ৬৭ মিটার নেমে যান। খবর ডেইলি মেইলের। বাহামাসে বসেছিল এই প্রতিযোগিতা। ৩ হাজার দ্বীপের দেশ বাহামাসের ডিনস ব্লু হোলে অনুষ্ঠিত হয় এই আয়োজন। ব্লু হোল বা নীল গর্তটি সমুদ্রজগতের সবচেয়ে গভীরতম গর্ত হিসাবে পরিচিত। ফ্রি ডাইভিংয়ের প্রতিযোগিতায় ছেলেদের গ্রুপে চ্যামপিয়ন হন উইলিয়াম এবং মেয়েদের মধ্যে যুক্তরাষ্ট্রের এলনা জাবলুডিলোভা।
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment