ট্রেজারী চালান ব্যবস্থায় আধুনিকায়ন



সময়, ভোগান্তি এবং দুভোর্গ কমবে ট্রেজারী চালান নিয়ে। পাশাপাশি গতিশীল হবে কর্ম এবং তুলনামূলক দক্ষতার সাথে পরিচালিত হবে সরকারের রিজার্ভ ফান্ড ব্যবস্থাপনা। ই-পেমেন্ট গেটওয়ে নামক প্রকল্পের মাধ্যমে একাজ পরিচালনা করবে বাংলাদেশ ব্যাংক। ট্রেজারী চালান, কাষ্টমস ভ্যাটসহ শুল্ক সংক্রান্ত বিভিন্ন ধরনের অর্থ পরিশোধ বিষয়ক কাজে ই-পেমেন্ট গেটওয়ে সহায়ক হিসাবে কাজ করবে। যার মাধ্যমে চালানসহ সরকারকে
প্রদেয় নানা ধরনের অর্থ অনলাইনে পরিশোধ করা যাবে সহজে। ই-পেমেন্ট গেটওয়ে বাংলাদেশ ব্যাংকোর একটি প্রকল্প হলেও , এটি বাস্তবায়িত হচ্ছে বিশ্ব ব্যাংকের স্ট্রেংদেনিং প্রকল্পের আওতায়। অনলাইন থেকে এই সুবিধা প্রদান আরম্ভ হবে চলতি (২০১২) বছরের জুন মাস থেকে হওয়ার তথা থাকলেও এখনো প্রক্রিয়াধীন। সরকারী আদায় ব্যবস্থা আধুনিকায়নের পাশাপাশি এই প্রকল্পের মাধ্যমে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বেতন, বিভিন্ন ধরনের ভাতা এবং পাবিলক প্রকিউরমেন্টের অর্থও পরিশোধ করা যাবে।
Share on Google Plus

About Touhidul Islam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment