বিশ্বের সবচেয়ে বড় কোরআন শরীফ আফগানিস্তানে!!সুবাহানাল্লাহ!


 বিশ্বের সবচেয়ে বড় কোরআন শরীফের মোড়ক উন্মোচন করা হয়েছে বৃহস্পতিবার কাবুলের হাকিম নাসির খুসরাও বালখি সাংস্কৃতিক কেন্দ্রে এর উদ্বোধনী অনুষ্ঠানেআফগানিস্তানে এটি তাদের সবচেয়ে বড় অর্জন বলে মনে করা হয়পৃথিবীর সবচেয়ে বড় এই কোরআনের উচ্চতা ফুট এবং প্রস্থ প্রায় ১০ ফুটএতে মোট পৃষ্ঠার সংখ্যা রয়েছে
২১৮ প্রায় বছর ধরে ক্যালিওগ্রাফার মোহাম্মদ সাবের ইয়াকোতি হোসেন খাদেরি এবং তার শিক্ষার্থীরা ২০০৪ সালের সেপ্টেম্বর মাসে কোরআন শরীফ লেখার কাজ শুরু করেন এবং ২০০৯ সালে শেষ করেনতারা জানান, ৩০ পারায় ৩০টি ভিন্ন ধরনের ক্যালিওগ্রাফির ব্যবহার করেছেন তারাপ্রখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব আলহাজ সৈয়দ মনসুর নাদেরি এই প্রকল্পের আর্থিক সহায়তা দেনসম্পূর্ণ হওয়ার তিন বছর পর বৃহস্পতিবার ধর্মীয় গণ্যমান্য ব্যক্তি, বুদ্ধিজীবী সরকারি নেতারা এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেনমনসুর নাদেরি অনুষ্ঠানে এটিকে আফগানিস্তান তথা সারা বিশ্বের মুসলমানদের অর্জন বলে অভিহিত করেন
Share on Google Plus

About Touhidul Islam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment