ফেসবুকের অপ্রত্যশিত মেইলের নিযাতন বন্ধ করুন: ফেমবুক টিপস ২য় পব


ফেসবুক ছাড়া আমাদের অনকের চলেই না। ফেসবুকে এক চক্কর দিয়ে না আসলে মনে হয় কি যেন হারিয়ে ফেলেছি। এটা এই প্রজম্মের তরুণদের মনের কথা। কিন্তু এই ভাললাগা যতটুকু আনন্দ উৎপাদক ঠিক তেমনি মেইলে ফেসবুকের অপ্রত্যাশিত মেইলের অত্যাচারে প্রয়োজনীয় মেইল খোঁজে না পাওয়াটা তারচেয়ে বেশী বেদনাদায়ক। এই যন্ত্রনা থেকে উত্তরণের জন্য
আপনাদের টিপস বলে দেব,  যা আপনার ইমেলে ফেসবুক এর Notification  আর দেখাবে না। তা অন্য একটি ফোল্ডার এ চলে যাবে।

v     আপনার ইমেল একাউন্টলগইন করুন।
v     তারপর ইমেল এর Settings এ যান।
v     Filters অপশনে ক্লিক করুন।
v     Create a new filter এ ক্লিক করুন।
v     তারপর একটা Message বক্স আসবে। সেখানে আপনি যে ওয়েবসাইডের Notification বন্ধ করতে চান, সেই ওয়েবসাইডের নাম বা এড্রেস লিখুন। তারমানে আপনি facebook লিখুন।
v     Create filter with this search এ ক্লিক করুন। তার একটি Message বক্স আসবে।  ঐ বক্সে Skip the Inbox (Archive it) অপশনে ক্লিক করুন।
v     সবশেষে Create filter অপশনে ক্লিক করুন।
এবার টেনশন করা বন্ধ করুন। আর Notification Message আসবে না।
যদি টিপসটি ভাললাগে তাহলে মন্তব্য করুন এবং শেয়ার করুন।
ফেসবুকে টিপসের প্রথম পব পড়তে এখানে ক্লিক করুন।
Share on Google Plus

About Touhidul Islam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

1 comments:

  1. thank u..bai kindly amon kono upai share korun jata ami tag kora bonddho korta pari..picture tag kora akta kub birroktikor bissoy kivaba ata off korta pari,...??thnx in advance

    ReplyDelete