এক ক্লিকেই দেখে নিন সকল পত্র-পত্রিকা


তুলনামূলক বেশী প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে বর্তমান প্রজম্ম। বৃদ্ধি পেয়েছে সংবাদ পত্র-পত্রিকা পাঠকের তালিকা। পত্র-পত্রিকার হার্ড কপি পাঠের পাশাপাশি অনলাইনে ভিজিটরদের ভিড় ঘোরাফেরা উল্লখযোগ্য। তাছাড়া মোবাইল ফোনে অনলাইন পত্র-পত্রিকা পাঠের সুযোগ থাকায় ভিজিটরের সংখ্যা
দিন দিন বেড়েই চলছে। আবার এমনো অনেক নতুদের দেখা যায় যারা ব্রাউজ করতে না পারার জন্য কিংবা ওয়েব এড্রেস না জানার কারণে ইচ্ছা থাকা স্বত্বেও পত্র-পত্রিকা পাঠ বা সাইড ভিজিট করতে পারে না। অনেক সময় ব্রাউজ জানা অনেক ভিজিটরকে সঠিক ওয়েব এড্রেস ব্যবহার না করার কারণে কালক্ষেপন করতে হয়। কখনো সফল হন আবার কখনো বিরক্ত হয়ে ব্রাউজার থেকে বের হয়ে পড়েন। এসব বিরম্বনা থেকে মুক্ত থেকে সহজে সকল পত্র-পত্রিকার পড়তে কিংবা নিউজ সাইড ভিজিট করতে এই লিংকে ক্লিক করুন এবং পচন্দসই পত্র-পত্রিকায় বা নিউজ সাইজে ভিজিট করুন।

Share on Google Plus

About Touhidul Islam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment