জিমেইল আ্যাকাউন্ট নিরাপদ করুন সহজে





বিনামূল্যে ই-মেইল সেবা নিরাপদ করার মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মেইলের সুরক্ষা দিতে পারেন। জিমেইল নিরাপদ রাখার একটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে জিমেইলের টু-ষ্টেপ ভেরিফকেশন। এ পদ্ধতি চালুর ক্ষেত্রে যখন আপনি ই-মেইলে ইউজার নাম ও পাসওয়ার্ড দিবেন, তখন আপনার মোবাইল ফোনে একটি এসএমএম চলে আসাবে। এজন্য আপনাকে নিজের আ্যাকাউন্টে লগ-ইন করে settings/google account setting/security পাতায় যান। এখানে চারটা
অপশন আছে। এগুলো হচ্ছে 01) chang your password 02) recovering your password 03) using 2-step verification 04) authorizing applications & sites.এখানে using 2-step verification অপশনে যেতে হবে। এখানে আপনার মোবাইল ফোন নম্বরসহ প্রয়োজনীয় সব তথ্য দিয়ে টু-ষ্টেপ ভেরিফিকেশন চালু করুন। সতর্কতার জন্য বাড়তি ১০ টি কোড তৈরী করা যায়, যা আপনি নিরাপদ কোন জায়গায় সংরক্ষণ করতে পারেন। অনেক সময় নেটওয়ার্কের সমস্যা হলে কোড আসতে দেরী হতে পারে। সেক্ষেত্রে সংরক্ষিত কোড আপনার কাজে লাগবে। এ ছাড়া বর্তমানে কোন কোড না এলে একটি অপশন আসে, যাত ক্লিক করলে আপনাকে ফোন করে কোড বলে দেয়া হবে। টু-ষ্টেপ ভেরিফিকেশন চালু করলে অনেক সময় বিভিন্ন ম্যাসেঞ্জার, আ্যপস জিমেইল ব্যবহারের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এক্ষেত্রে আপনি ম্যাসেঞ্জার ব্যবহার করবেন অথবা আ্যাপস ব্যবহার করবেন, তার জন্য আলাদা কোড তৈরী করে নিতে পারেন। ব্যক্তিগত কম্পিউটারে একবার কোড দিয়ে নিচে থাকা বাক্সে টিব চিহ্ন দিয়ে দিতে পারেন। এতে পরবর্তী ৩০ দিন ঐ কম্পিউটারে আর কোন কোড চাইবে না।
Share on Google Plus

About Touhidul Islam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment