ফোন কোম্পিনীগুলো আমাদেরকে মেয়ে লেলিয়ে দিচ্ছে ………


গত ২৫ আগষ্ট কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে পকেটে মোবাইল ফোনটা বেজে উঠলে যথারীতি রিসিভ করার উদ্দেশ্যে হাতে নিলাম। ইনকামিং নাম্বারটি ২৮২৮ হওয়াতে ফোন কোম্পনীর অফিসের নাম্বার ভেবে কলটা রিসিভ করতেই ওপার থেকে একটা মেয়ে বলা শুরু করলো- হ্যালো আমি তানিয়া, ২৮২৮ ফেন্ডশীপ জগতে আপনাকে স্বগতম, আমর মত, অথবা যে কোন বয়সের মেয়ে বন্ধু পেতে চাইলে
ফোন করুন ২৮২৮ নাম্বারে। এখই জয়েন করতে চাইলে ১ চাপুন। আমি কেটে দিলাম। বিষয়টা আমাকে খুব বেশী ভাবিয়ে তুললো। শুধুমাত্র ফোনে বেশী টাকা রিচার্জ করানোর জন্যই কি ওনারা আমাদেরকে এভাবে মেয়ে লেলিয়ে দিচ্ছে? শুধু মাত্র টাকা রোজগারের জন্যই কি এরা আমাদের অমূল্য নৈতিকতা কেড়ে নিতে চাচ্ছে। যাই হোক……। পরবর্তী দিন দুপুর ১২টা ১০ মিনিটে মোবাইল ফোনের ম্যাসেজ টোনটা বেজে উঠার পর খেয়াল করলাম ২৮২৮ নাম্বার থেকে ম্যাসেজ এসেছে। তাতে লিখা ছিল- Hi! I am Joyita. Jodi Amar shate frindship korte chao akoni dial koro 2828. Ekhane tumi khuje pabe amar moto aro anek notun bondu. Waiting for your call……” জানি না ওনাদের পরবর্তী কর্মসূচী কি বা কি কি? এসব ছাড়াও বিভিন্ন ফোন কোম্পানীর প্যাকেজ ও বিজ্ঞাপন গুলো ভালভাবে বিশ্লষন করলে দেখা যাবে প্রায়ই সব গুলোই নৈতিকতা ঘাতক।
Share on Google Plus

About Touhidul Islam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment