শ্রেণীকক্ষে একে-৪৭!



যিনি খাতা-কলম হাতে নিয়ে শিক্ষার্থীদের বলেন- অস্ত্র নয় কলমই হোক সভ্যতা গড়ার হাতিয়ার সেই শিক্ষকই যদি শ্রেণীকক্ষে নিয়ে আসেন একে-৪৭, তাহলে কি গলা না শুকিয়ে পারে? সম্প্রতি চীনের একটি বিশ্ববিদ্যালয়ে এমন হৃদপিন্ড গতিরোধক ঘটনা ঘটলেও হাস্যোজ্জল ভঙ্গিতে পাঠদানে মনোযোগী ছিলের শিক্ষক। কারণ অস্ত্রই
সে পাঠদানের মূল বিষয়। পূর্ব চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক উয়ু ২৮ নভেম্বর অস্ত্র বিষয়ে পাঠদানের জন্যা শ্রেণী কক্ষে একটি একে-৪৭ নিয়ে যান। সেখানে শিক্ষার্থীদের ৩০ ধরনের বন্দুকের গঠন ও ব্যবহার সম্পর্কে শিক্ষা দিচ্ছিলেন তিনি। আর সে মূহুর্তের ছবি তোলে অনলাইনে ছড়িয়ে দেন এক জনপ্রিয় সংবাদ সংস্থা। ছবিটি প্রকাশের পর হৈ-চৈ পড়ে যায়। বিশ্ববিদ্যালয়ের নিয়মুযায়ী ঐ বিশ্ববিদ্যালয়ে অস্ত্র বহনকরার নিয়ম আছে। তবে তা সরকার অনুমোদিত। তাছাড়া যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তাৎক্ষণিক মোকাবেলা করার জন্যও রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। শিক্ষক উয়ু বলেন-অস্ত্র বিষয়ে প্রাথমিক জ্ঞার ছাড়া এই ক্লাম সবার জন্য উম্মুক্ত নয়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে-ঐ অস্ত্র শ্রেণীকক্ষের বাইরে বহন করার অনুমতি নেই। এবং এটা শুধু শিক্ষকদের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষার্থীরা বহন করতে পারেন।
Share on Google Plus

About Touhidul Islam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment